Learn Languages Online!

Home  >   50languages.com   >   বাংলা   >   পাঞ্জাবী   >   বিষয়সূচীর তালিকা


৬৬ [ছেষট্টি]

সম্বন্ধবাচক সর্বনাম ১

 


ਤ੍ਰਿਕੋਣ

ਧ੍ਵਨੀ ਚਿਨ੍ਹ

 

 
আমি – আমার
ਵਿਸ਼ਵਵਿਦਿਆਲਾ
maiṁ – mērā/ mērī/ mērē
আমি আমার চাবি খুঁজে পাচ্ছি না ৷
ਦੁਨੀਆ ਦਾ ਨਕਸ਼ਾ
mainū āpaṇī cābī nahīṁ mila rahī hai.
আমি আমার টিকিট খুঁজে পাচ্ছি না ৷
ਬਾਂਹ
Mainū āpaṇī ṭikaṭa nahīṁ mila rahī.
 
 
 
 
তুমি – তোমার
ਪਿੱਠ
Tū – tērā/ tērī/ tērē
তুমি তোমার চাবি খুঁজে পেয়েছ?
ਗੰਜਾ ਸਿਰ
kī tainū āpaṇī cābī mila ga'ī hai?
তুমি তোমার টিকিট খুঁজে পেয়েছ?
ਦਾੜ੍ਹੀ
Kī tainū āpaṇī ṭikaṭa mila ga'ī hai?
 
 
 
 
সে – তার (ছেলে)
ਖੂਨ
Uha – usadā/ usadī/ usadē
তুমি জান ওর চাবি কোথায়?
ਹੱਡੀ
kī tainū patā hai, usadī cābī kithē hai?
তুমি জান ওর টিকিট কোথায়?
ਥੱਲਾ
Kī tainū patā hai, usadī ṭikaṭa kithē hai?
 
 
 
 
সে – তার (মেয়ে)
ਗੁੱਤ
Uha – usadā/ usadī/ usadē
তার টাকা চুরি হয়ে গেছে ৷
ਦਿਮਾਗ
usadē paisē cōrī hō ga'ē hana.
এবং তার ক্রেডিট কার্ডও চুরি হয়ে গেছে ৷
ਛਾਤੀ
Atē usadā kraiḍiṭa kāraḍa vī cōrī hō gi'ā hai.
 
 
 
 
আমরা – আমাদের
ਕੰਨ
Asīṁ – sāḍā/ sāḍī/ sāḍē
আমাদের ঠাকুরদা (IN) / দাদু (BD) অসুস্থ ৷
ਅੱਖ
sāḍē dādā jī bīmāra hana.
আমাদের ঠাকুরমা (IN) / দিদা (BD) সুস্থ আছেন ৷
ਚਿਹਰਾ
Sāḍī dādī dī sihata cagī hai.
 
 
 
 
তোমরা – তোমাদের
ਉਂਗਲ
Tusīṁ sārē – tuhāḍā/ tuhāḍī/ tuhāḍē
বাচ্চারা, তোমাদের বাবা কোথায়?
ਉਂਗਲੀ ਦੀ ਛਾਪ
baci'ō, tuhāḍē pitā jī kithē hana?
বাচ্চারা, তোমাদের মা কোথায়?
ਮੁੱਠੀ
Baci'ō, tuhāḍē mātā jī kithē hana?
 
 
 
 
 


সৃজনশীল ভাষা

বর্তমান সময়ে, সৃজনশীলতা একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। সবাই সৃজনশীল হতে চায়। সৃজনশীল মানুষকে বুদ্ধিমান মনে করা হয়। আমাদের ভাষারও সৃজনশীল হওয়া উচিৎ। পূর্বে, মানুষ যতটা সম্ভব সঠিকভাবে কথা বলতে চেষ্টা করত। এখণ একজন ব্যক্তির যতটা সম্ভব সৃজনশীলভাবে কথা বলা উচিত। বিজ্ঞাপন ও নতুন মিডিয়া এটির উদাহরণ। তারা দেখিয়েছেন যে, ভাষা নিয়ে একজন কিভাবে খেলতে পারে। গত ৫০ বছর ধরে, সৃজনশীলতার গুরূত্ব ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। ঘটনাটির সাথে সংশ্লিষ্ট গবেষণাও করা হয়েছে। মনোবিজ্ঞানী, শিক্ষাবিদ এবং দার্শনিকরা সৃজনশীল প্রক্রিয়া নিয়ে পরীক্ষা করেন। সৃজনশীলতাকে নতুন কিছু তৈরি করার ক্ষমতা হিসাবে সংজ্ঞায়িত করা হয়। সুতরাং একজন সৃজনশীল বক্তা নতুন ভাষাগত গঠন তৈরি করেন। তারা শব্দ বা ব্যাকরণগত গঠন হতে পারে। সৃজনশীল ভাষা অধ্যয়ন করে, ভাষাবিদেরা ভাষা পরিবর্তন সনাক্ত করতে পারেন। কিন্তু সবাই নতুন ভাষাগত উপাদান বোঝে না। সৃজনশীল ভাষা বুঝতে, আপনার জ্ঞান প্রয়োজন। কিভাবে ভাষা কাজ করে তা জানতে হবে। বিশ্বের ভাষাভাষীদের সঙ্গে পরিচিত হতে হবে। শুধুমাত্র তারপর তারা কি বলতে চান তা আপনি বুঝতে পারেন। কিশোর অপভাষা এরকম একটি উদাহরণ। বাচ্চারা এবং অল্পবয়সী ছেলেমেয়েরা সবসময় নতুন শব্দ উদ্ভাবন করে। বড়রা প্রায়ই এই শব্দগুলো বুঝতে পারে না। ফলে, কিশোর অপভাষা ব্যাখ্যার জন্য অভিধান প্রকাশিত হয়েছে। কিন্তু সেগুলো সাধারণত মাত্র এক প্রজন্মের পর পুরানো হয়ে যায়। তবে, সৃষ্টিশীল ভাষা শেখা যায়। প্রশিক্ষকরা এটির উপর বিভিন্ন কোর্স অফার করেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়ম হলঃ আপনার আভ্যন্তরীণ কণ্ঠস্বর সক্রিয় করুন।

 

Downloads are FREE for private use, public schools and for non-commercial purposes only!
LICENCE AGREEMENT. Please report any mistakes or incorrect translations here.
© Copyright 2007 - 2018 Goethe Verlag Starnberg and licensors. All rights reserved.
Contact
book2 বাংলা - পাঞ্জাবী শিক্ষার্থীদের জন্য