Learn Languages Online!

Home  >   50languages.com   >   বাংলা   >   পাঞ্জাবী   >   বিষয়সূচীর তালিকা


২ [দুই]

পরিবার

 


ਕਚੀਚੀ ਵੱਟਣਾ

ਖੁਸ਼ੀ

 

 
ঠাকুরদা (IN) / দাদা / দাদু (BD)
ਉਮੀਦ
dādā/ nānā
ঠাকুরমা (IN) / দাদী / দিদা (BD)
ਭੁੱਖ
dādī/ nānī
সে (ছেলে) এবং সে (মেয়ে)
ਦਿਲਚਸਪੀ
uha atē uha
 
 
 
 
পিতা / বাবা / আব্বা
ਆਨੰਦ
pitā
মাতা / মা / আম্মি
ਚੁੰਬਣ
mātā/ māṁ
সে (ছেলে) এবং সে (মেয়ে)
ਇਕੱਲਾਪਨ
uha atē uha
 
 
 
 
ছেলে / ব্যাটা
ਪਿਆਰ
putara
মেয়ে / বেটি
ਉਦਾਸੀ
dhī
সে (ছেলে) এবং সে (মেয়ে)
ਮਨੋਦਸ਼ਾ
uha atē uha
 
 
 
 
ভাই / ভাইজান
ਆਸ਼ਾਵਾਦ
bharā
বোন
ਘਬਰਾਹਟ
bhaiṇa
সে (ছেলে) এবং সে (মেয়ে)
ਹੈਰਾਨੀ
uha atē uha
 
 
 
 
কাকা / মামা / চাচা / মামু / খালু
ਕ੍ਰੋਧ
cācā/ māmā
কাকীমা / মামীমা / চাচী / মামী / খালা
ਅਸਵੀਕਾਰਤਾ
cācī/ māmī
সে (ছেলে) এবং সে (মেয়ে)
ਰਿਸ਼ਤਾ
uha atē uha
 
 
 
 
আমরা একটি পরিবার ৷
ਬੇਨਤੀ
asīṁ ika parivāra hāṁ.
পরিবারটি ছোট নয় ৷
ਚੀਖ
Parivāra chōṭā nahīṁ hai.
পরিবারটি বড় ৷
ਸੁਰੱਖਿਆ
Parivāra vaḍā hai.
 
 
 
 
 


আমরা সবাই কি আফ্রিকান ভাষায় কথা বলতে পারি?

আমরা সবাই তো আর আফ্রিকায় যায়নি। যাইহোক, এটা সম্ভব যে, সব ভাষায় আফ্রিকায় গিয়েছে। অনেক বিজ্ঞানীরা এটা বিশ্বাস করেন। তাদের মতে, সব ভাষার উংপত্তিস্থল আফ্রিকা। আফ্রিকা থেকেই সারা পৃথিবীতে ভাষা ছড়িয়ে পড়েছে। সব মিলিয়ে সারা পৃথিবীতে ৬,০০০ এর বেশী বিভিন্ন ভাষা রয়েছে। সব ভাষায় একই রকম আফ্রিকান মূল পাওয়া যায়। গবেষকরা বিভিন্ন ভাষার ধ্বনিসমূহ তুলনা করে দেখেছেন ধবনি হল একটি শব্দের ক্ষুদ্রতম একক। ধ্বনি পরিবর্তন হলে শব্দের অর্থের সম্পূর্ণ পরিবর্তন হয়। ইংরেজী শব্দের একটি উদহারণ দিয়ে বিষয়টি ব্যাখ্যা করা হল। ইংরেজীতে ডিপ ও টিপ সম্পূর্ণ ভিন্ন অর্থ প্রকাশ করে। সুতরাং, ইংরেজীতে /ডি/ ও /টি/ হল দুটি ভিন্ন ধ্বনি আফ্রিকান ভাষাসমূহে এই ধ্বনিতাত্ত্বিক প্রকারান্তর সর্বাধিক আফ্রিকা থেকে আপনি যত দূরে যাবেন ততই এই ভিন্নতা নাটকীয়ভাবে কমতে থাকবে। এভাবেই গবেষকরা তাদের মতবাদের পক্ষে যুক্তি খুঁজে পান। জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে ভিন্নতাও কমে আসে। তাদের বর্হিঅংশে জন্মগত ভিন্নতা কমে আসে। একই কারণে ঔপনিবেশীকদের সংখ্যাও কমে যায়। যতই কম জন্মগত স্থানান্তিকরণ হয়, ততই জনসংখ্যাই অভিন্নতা সৃষ্টি হয়। জিনগত সংযোগ ও কমে যায়। ফলে শরনার্থীদের মধ্যে ভিন্নতা কমে অসে। বিজ্ঞানীরা এটাকে উত্তপত্তিগত প্রভাব বলে থাকেন। আফ্রিকা ত্যাগের সময় মানুষ তাদের নিজস্ব ভাষা সাথে করে নিয়ে গিয়েছিল। কিন্তু কিছু শরনার্থীরা অল্প কিছু ধ্বনি তাদের সাথে করে নিয়ে গেছেন। এই জন্য স্বতন্ত্র ভাষাগুলো কালের আবর্তেও অপরিবর্তনশীল থাকে। সুতরাং, এটা প্রমানিত যে, মানব সম্প্রদায়ের উদ্ভব আফ্রিকা থেকে। এখন দেখার বিষয় মানুষের ভাষার ক্ষেত্রেও এটা সত্য কিনা।

 

Downloads are FREE for private use, public schools and for non-commercial purposes only!
LICENCE AGREEMENT. Please report any mistakes or incorrect translations here.
© Copyright 2007 - 2018 Goethe Verlag Starnberg and licensors. All rights reserved.
Contact
book2 বাংলা - পাঞ্জাবী শিক্ষার্থীদের জন্য